পোশাক কারখানা এলাকার ৪০টি স্পটে থাকবে টিসিবির গাড়ি

Slider অর্থ ও বাণিজ্য

স্বল্প মূল্যে নিত্যপণ্য পৌঁছে দিতে আগামী ২০ মার্চ থেকে দেশের তৈরি পোশাক কারখানা এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি করবে। ৪০টি স্পটে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত পণ্য কিনতে পারবেন পোশাক খাতের শ্রমিকরা।
মঙ্গলবার রাজধানীর একটি অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।

বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান বলেন, গত ২ থেকে ৩ বছরে করোনাকালে আমরা শ্রমিকদের বেতন বাড়িয়েছি। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির সময়েই তাদের বেতন অনেক বাড়িয়েছি। নিয়ম অনুসারে বছরে ইনক্রিমেন্ট পাঁচ শতাংশ হওয়ার কথা। কিন্তু আমরা ৫ শতাশ নয়, ১০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত শ্রমিকের বেতন বৃদ্ধি করেছি।

তিনি বলেন, কম দামে শ্রমিকরা যেন নিত্যপণ্য কিনতে পারেন এজন্য পোশাক শ্রমিকদের টিসিবির পণ্য দেওয়া হবে।

রাজধানীর বাইরে প্রথম দফায় ২০ মার্চ থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি। সেখানে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই পণ্য বিক্রি করা হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে একসঙ্গে পাঁচ পণ্যের প্যাকেজ পাবেন কার্ডধারীরা। এ কর্মসূচির আওতায় দেশব্যাপী এক কোটি পরিবারের তালিকা চূড়ান্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *