ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক ড. কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন রাকাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার শুনানি শেষে তার জামিন বিষয়ে রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি এস মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে রাকার পক্ষে শুনানি করেন এডভোকেট জয়নুল আবেদীন, এডভোকেট জেডআই খান পান্না ও এডভোকেট জামিউল হক ফয়সাল। রাষ্ট্রপক্ষে ছিলেন- অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনীর। পরে জামিউল হক ফয়সাল মানবজমিনকে বলেন, হাইকোর্ট রুল যথাযথ ঘোষণা করে রাকার স্থায়ী জামিন দিয়েছেন।
গত ৪ঠা অক্টোবর রাতে রাজধানীর উত্তরা থেকে রাষ্ট্রবিরোধী তৎপরতার কারণে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি এবং মাদক আইনে আরেকটি মামলা করে র্যাব। গত ৬ই অক্টোবর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাকার ৩ দিন এবং মাদক মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ১২ই অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।
এ দুই মামলায় ২রা নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ তার জামিন নামঞ্জুর করেন। গত ৮ই নভেম্বর ডিজিটাল নিরাপত্তা ও মাদক আইনের দুই মামলায় নুসরাত শাহরিন রাকা হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।