সালাহউদ্দিনের ব্যক্তিগত সহকারী ও ২ গাড়িচালককে আটকের অভিযোগ

Slider টপ নিউজ

48201_gre

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের ব্যক্তিগত সহকারী ও দুই গাড়িচালককে সাদা পোশাকের পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছে তাদের স্বজনরা। তবে তাদের আটকের বিষয়টি অস্বীকার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।  শনিবার রাতে মিরপুর থেকে ব্যক্তিগত সহকারী ওসমান গণিকে এবং সালাহউদ্দিনের গুলশানের বাসার সামনে থেকে তার গাড়িচালক শফিক ও খোকনকে ধরে নিয়ে যায় সাদা পোশাকের পুলিশ। সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। ওসমানের স্ত্রী শিখা বলেন, শনিবার রাত সাড়ে তিনটা-চারটার দিকে আট-দশজন সাদা  পোশাকধারী লোক তাদের বাসায় প্রবেশ করে। বাইরে দুজন র‌্যাবের পোশাকে ছিল। তারা ওসমান গণিকে আটক করে নিয়ে যাওয়ার সময় বলেছে, ঠিক ঠিক তথ্য দিলে তাকে ছেড়ে দেবে। এরপর থেকে ওই তিনজনের খোঁজ নেই বলে স্বজনরা জানান। শিখা আরও জানান, র‌্যাব সদর দপ্তরে ওসমানের খোঁজ নিতে গেলে তারা আটকের কথা অস্বীকার করে। উল্লেখ্য, ৩০শে জানুয়ারি বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ গ্রেপ্তারের পর কৌশলী অবস্থানে থেকে দলের বিবৃতি ও কর্মসূচী ঘোষণা করছেন সালাহউদ্দিন আহমেদ। এরপর তাকে গ্রেপ্তারের জন্য রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আসছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *