রাশিয়ায় বিবিসির সম্প্রচার বন্ধ

Slider সারাবিশ্ব


ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সম্প্রচার বন্ধ করেছে রাশিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিজেদের প্রতিবেদনেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে রুশ গণমাধ্যমগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পশ্চিমা বিভিন্ন সংস্থা। পাল্টা ব্যবস্থা নিয়েছে মস্কোও। ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ তুলে বেশ কিছু পশ্চিমা গণমাধ্যমের সম্প্রচার বন্ধ করে দিয়েছে ক্রেমলিন। এ তালিকায় রয়েছে বিবিসি, ভয়েস অব আমেরিকা, রেডিও ফ্রি ইউরোপ, ডয়চে ভেলের মতো সম্প্রচারমাধ্যম।

গত শুক্রবার ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। এর আগে রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যম রাশিয়া টুডে (আরটি) ও স্পুতনিকের কার্যক্রম সীমিত করার জন্য বেশ কিছু পশ্চিমা প্রযুক্তি কোম্পানি ব্যবস্থা নেয়। ফেসবুক, গুগল ও ইউটিউব তাদের প্ল্যাটফর্ম থেকে রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়াগুলোর বিজ্ঞাপন বাবদ আয়ের পথ বন্ধ করে দেয়। সর্বশেষ উইন্ডোজ অ্যাপ স্টোর থেকে আরটির মোবাইল অ্যাপসগুলো সরিয়ে দিয়েছে মাইক্রোসফটও।

বিবিসি বলেছে, তারা রাশিয়ান নিষেধাজ্ঞায় নিবৃত্ত হবে না। রাশিয়াসহ সারা বিশ্বে খবর পৌঁছে দেয়ার চেষ্টা চালিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *