বিভ্রমগ্রস্ত পুতিন, পুরো ইউক্রেন দখল করতে চান, অপেক্ষা করছে আরও ভয়াবহতা

Slider টপ নিউজ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এরপর তিনি বলেছেন, যুদ্ধের আরো ভয়াবহতা অপেক্ষা করছে। বিভ্রমগ্রস্ত হয়ে পড়েছেন পুতিন। তিনি পুরো ইউক্রেনকে দখলে নিতে চান। এর মধ্য দিয়ে তিনি ‘নাৎসী’করণ বিরোধিতা অর্জন করতে চান। ইউক্রেন পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার এই দুই নেতার মধ্যে টেলিফোনে কথা হয়। এরপর আজ শুক্রবার ভোররাতে জেপোরোজিয়া পারমাণবিক বিদ্যুতকেন্দ্রে নৃশংস হামলা চালায় পুতিনের বাহিনী। তার আগে ওই ফোনকলে দুই নেতা ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল।

ফরাসি প্রেসিডেন্টের একজন সহযোগি বলেছেন, যেকোনো মূল্যে নিজের লক্ষ্য অর্জনের পরিকল্পনা নিয়েছেন পুতিন। এই ফোনকলে ম্যাক্রনকে এটাই বিশ্বাস করিয়েছে যে, ইউক্রেনে আরো ভয়াবহতা অপেক্ষা করছে। জবাবে পুতিনকে বিভ্রমগ্রস্ত বলে উল্লেখ করেছেন ম্যাক্রন। তিনি বলেছেন, পুতিন বিরাট রকম ভুল করছেন। এ সময় যুদ্ধ কবলিত এলাকায় বেসামরিক লোকজনের মৃত্যু এড়ানোর জন্য রাশিয়ার প্রতি আহবান জানান ম্যাক্রন। কমপক্ষে ৯০ মিনিট বা দেড় ঘণ্টা তাদের মধ্যে ফোনে কথা হয়।

ম্যাক্রনকে বৃহস্পতিবার এই ফোন করেন পুতিন। এ সময় তিনি আবারও জানিয়ে দেন, ইউক্রেনকে তিনি নিরপেক্ষ করতে বদ্ধপরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *