জামায়াত নেতারা গোঁয়ার্তুমি বাদ দিয়ে ক্ষমা চান : ডা. জাফরুল্লাহ

Slider জাতীয়

জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উদ্দেশ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, গোঁয়ার্তুমি বাদ দিন। আরেকবার ক্ষমা চান। যদিও আপনারা অপরাধী নন। আপনাদের বাপ দাদারা অপরাধী। পরিষ্কার রাজনীতির ভেতরে আসেন। একইভাবে পাকিস্তানকেও ক্ষমা চাইতে হবে।

আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক কুদস সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ফিলিস্তিনেদের ওপর যে অন্যায় করা হচ্ছে, সে অন্যায় থেকে তাদের রক্ষা করা সকল মুসলমান রাষ্ট্রের কর্তব্য। তবে এ কর্তব্য পরিপূর্ণ হবে না, যদি না পাকিস্তানকে যুক্ত না করা যায়। ১৯৭১ সালে পাকিস্তান আমাদের সঙ্গে অন্যায় করেছে। কিন্তু আমাদের নেতা শেখ মুজিবুর রহমান তাদের ক্ষমা করে গেছেন। তাহলে আমাদের এখন কীসের রাগ। তবে হ্যাঁ, আমরা এখন দাবি করতে পারি, আরেকবার তারা ক্ষমা চাইতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *