ডিএসসিসিতে একদিনে টিকা নিলেন সাড়ে ৩ লাখের বেশি মানুষ

Slider জাতীয়

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে গণটিকা কার্যক্রম। তিন লাখ ৩৭ হাজার ৫০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু শনিবার একদিনে টিকা নিয়েছেন তিন লাখ ৬১ হাজারের বেশি মানুষ।

শনিবার রাতে নগর ভবন থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতি ওয়ার্ডে ৯টি সর্বমোট ৬৭৫টি কেন্দ্রে এই গণটিকাদান কার্যক্রম পরিচালিত হয়।
প্রতি কেন্দ্রে ৫০০ জনকে টিকা প্রয়োগের লক্ষ্যমাত্রা নিয়ে পরিচালিত হওয়া আজকের (শনিবার) কার্যক্রমে সর্বমোট ৩ লাখ ৩৭ হাজার ৫০০ জনকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা থাকলেও, ৩ লাখ ৬১ হাজার ৭৯৬ জন টিকা গ্রহণ করেছেন। ফলে লক্ষ্যমাত্রার চাইতে ২৪ হাজার ২৯৬ জন বেশি টিকা গ্রহণ করেন।

এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের অনুরোধের পরিপ্রেক্ষিতে রবিবার ও সোমবার এই গণটিকা কার্যক্রম চলবে। প্রতি ওয়ার্ডে ৪টি করে কেন্দ্র হিসেবে দক্ষিণ সিটির সর্বমোট ৩০০ কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *