চট্টগ্রাম-সিলেট-নোয়াখালীর সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

Slider সারাদেশ

images
ব্রাহ্মণবাড়িয়া: নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত‍ঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের ছয়টি বগির চাকা লাইনচ্যুত হওয়ায় চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালীর সঙ্গে ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন আউটারের পুনিয়াউট রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায় নি।

ব্রাহ্মণবাড়িয়া স্টেশন মাস্টার মহিদুর রহমান জানান, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে স্টপেজ দিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার পরপরই এর ছয়টি বগির চাকা লাইনচ্যুত হয়ে এ দুর্ঘটনা ঘটে। বগিগুলোর চাকা রেলট্র্যাক থেকে নেমে সামান্য হেলে পড়ে। এ সময় দুর্ঘটনা কবলিত বগির যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়ে।

বেলা সাড়ে ১১টায় স্থানীয়ভাবে উদ্ধার কাজ শুরু হয়েছে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তবে সংশ্লিষ্টরা বলছে, লাইনে ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

ট্রেন যাত্রী আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহনেওয়াজ খান জানান, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছাড়ার পর ট্রেনটি খুব ধীর গতিতে চলছিল। এরই মধ্যে শব্দ করে ট্রেনটি থেমে যায়। এ সময় অনেকে লাফিয়ে পড়লেও কেউ হতাহত হয়নি।

আখাউড়া রেলওয়ে জংশনের লোকোশেড ইনচার্জ মো. মহসীন উদ্দিন ভূঁইয়া জানান, দুর্ঘটনার খবর তারা পেয়েছেন। উদ্ধারকারী ট্রেন নিয়ে তারা কিছুক্ষণের মধ্যেই রওনা হবেন। উদ্ধার কাজে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে জানান তিনি।

এর আগে ১৩ ফেব্রুয়ারি বিকেল সোয়া চারটার দিকে একই স্থানে একইভাবে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা ট্রেনের ইঞ্জিনসহ দু’টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর তদন্ত কমিটি হলেও এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *