ইউক্রেনে প্রথম দিনের হামলায় নিহত ১৩৭

সারাবিশ্ব

ইউক্রেনে চলছে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে শুরু হওয়া অভিযানের প্রথম দিনে দেশটিতে অন্তত ১৩৭ জন মারা গেছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

নিহতদের মধ্যে সামরিক-বেসামরিক নাগরিক রয়েছেন।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার ইউক্রেনের প্রধান অঞ্চলগুলোতে রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর সংঘাতের খবর পাওয়া যায়। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন।

শুক্রবার ভোর রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, রাশিয়ানরা রাষ্ট্রীয় প্রধানকে হত্যার মাধ্যমে ইউক্রেনকে রাজনৈতিকভাবে ধ্বংস করতে চায়।

বৃহস্পতিবার রুশ বাহিনী ইউক্রেনে অভিযান শুরু করার কিছুক্ষণ পরই ইউক্রেনে সামরিক আইন জারির ঘোষণা দেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এরপর ইউক্রেনের সাবেক সেনা কর্মকর্তাদের অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রেসিডেন্ট জেলেনস্কির আদেশে আইনগতভাবে অস্ত্র বহন করতে সক্ষম থাকা সব ইউক্রেনীয় নাগরিককে মাতৃভূমি রক্ষা করতে আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *