বেসরকারি স্যাটেলাইট চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) সাংবাদিক কনক সারওয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর শাহবাগ থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পুলিশ জানিয়েছে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার ইটিভির চেয়ারম্যান আবদুস সালামের স্বীকারোক্তির প্রেক্ষিতে কনক সারওয়ারকে ওই একই মামলায় গ্রেপ্তার করা হয়। গত বছরের ২৬শে নভেম্বর এক নারী বাদী হয়ে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।