২০২১ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি), আলিম, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার ফলাফল আজ রবিবার প্রকাশিত হবে।
রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বেলা ১১টায় এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দফতর সূত্র জানায়, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আজ বেলা সাড়ে ১১টায় এইচএসসি ও সমমানের ফল নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এরপর ছাত্রছাত্রীরা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, পাবলিক পরীক্ষার ফল প্রকাশের ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) থেকে ফলাফল জানতে পারবেন।
প্রসঙ্গত, করোনা মহামারির কারণে নির্ধারিত সময়ের প্রায় ৮ মাস পর গত ডিসেম্বরে সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হয় এইচএসসি ও সমমান পরীক্ষা। সারাদেশ থেকে মোট ১৩ লাখ ৯৯ হাজার ৬৬৪ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন।