খুলনায় করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ২৪০

Slider জাতীয়

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এসময়ে ২৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিভাগে ৩৪০ জনের করোনা শনাক্ত ও ৩ জনের মৃত্যু হয়েছিল। আজ শুক্রবার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের ওই প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় যে চারজনের মৃত্যু হয়েছে তার মধ্যে ঝিনাইদহের দুইজন, খুলনা ও কুষ্টিয়ায় একজন করে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৯১ জন।

একই সময়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে ২৪০ জনের। এর মধ্যে শীর্ষে রয়েছে কুষ্টিয়া। এ জেলায় সর্বোচ্চ ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আর খুলনায় ৩৮ জন ও সাতক্ষীরায় ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া যশোরে ১৫ জন, ঝিনাইদহে ৯ জন, বাগেরহাটে ১১ জন, নড়াইলে ২৩ জন, মাগুরায় ৫ জন, চুয়াডাঙ্গায় ১৯ জন ও মেহেরপুরে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *