রাজধানীতে ৮ গাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ

Slider ফুলজান বিবির বাংলা

65866_BRTC

রাজধানীর পৃথকস্থানে আট গাড়িতে আগুন, ভাংচুর ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে বেসরকারী টেলিভিশনের এক সাংবাদিকসহ প্রায় ১২জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭ টায় আরামবাগ মোড়ের পাশের রাস্তায় মালঞ্চ পরিবহনের ঢাকা মেট্রো-চ (১৭-৭৭০৪) নম্বরের একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে ওই বাসটি পুড়ে যায়। সকাল ১১ টায় মহাখালী বাসস্টান্ডের সামনে ময়মনসিংহগামী আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল সোয়া ৭ টায় রাজউকের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সকাল সাড়ে ৭ টায় রমনা পার্কের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রায় একইসময় ধানমন্ডিতে একটি প্রাইভেট কারে আগুন দেয়। সন্ধ্যা পৌঁনে ৭ টায় বায়তুল মোকারম দক্ষিণ পাশে শিকড় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দুপুর সোয়া ২ টায় গাবতলী বাসস্টান্ডে একটি বিআরটিসির দোতলা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বিকাল ৪ টায় পুরান ঢাকায় শাখারীবাজারে একটি প্রাইভেট কারে আগুনের খবর পাওয়া গেছে। সকাল সাড়ে ৮ টায় রামপুরা ব্রিজের পাশে ডিআইটি রোডে প্রায় তিনটি গাড়ি ভাংচুর করে দুর্বৃত্তরা। এসময় সাতটি ককটেল বিস্ফোরণ ঘটে। বিকাল ৪ টায় ধানমন্ডির ৮ নম্বর ব্রিজের পাশের রাস্তায় দুর্বৃত্তরা তিনটি গাড়ি ভাংচুর করে। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। এতে চারজন পথচারী আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামপুরার বনশ্রীতে একটি বাসে আগুন পেট্রল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ৭১ টিভির রিপোর্টার আরেফিন শাকিলসহ চারজন আহত হন। বিকাল ৪ টায় নিউমার্কেট এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে চারজন পথচারী আহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *