খালেদা জিয়ার মুক্তিতে আইনজীবীদের ব্যর্থতাই দায়ী: জাফরুল্লাহ

Slider জাতীয়

বেগম খালেদা জিয়ার মুক্তি না হওয়ার পেছনে তার আইনজীবীদের ব্যর্থতাই দায়ী বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আর ২০২২ সালকে অনেক ঘটনাবহুল বছর দাবি করে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, র‌্যাবের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এটা শুধু নমুনা, নিষেধাজ্ঞা আরও আসবে।
খালেদা জিয়ার মুক্তিতে আইনজীবীদের ব্যর্থতাই দায়ী: জাফরুল্লাহ

বুধবার (২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। রাজনৈতিক নেতা, আলেম ওলামা, সাংবাদিক ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) এ সভার আয়োজন করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘদিন ক্ষমতায় থাকার ইচ্ছে রয়েছে মন্তব্য করে ডা. জাফরুল্লাহ বলেন, ইচ্ছে থাকা মন্দ কিছু না। কিন্তু সেটা জনগণের মতামতের ভিত্তিতে হওয়া উচিত। আমিও তার ইচ্ছাকে সমর্থন করতাম যদি তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতেন। যেটা ওনার পিতা করার চেষ্টা করেছেন।

তিনি বলেন, সরকার বলেছে বীর মুক্তিযোদ্ধাদের সব ধরনের চিকিৎসা ফ্রি হবে। খালেদা জিয়া ৮১ দিন হাসপাতালে ছিলেন, তার টাকাটা আপনি পরিশোধ করবেন তো?

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশে প্রায় ৪০ লাখ শিক্ষিত যুবক-যুবতি রয়েছেন। আজ দেশে সুশাসন প্রতিষ্ঠা হলে এদের প্রত্যেকেরই চাকরি হবে। বাংলাদেশের আয় কত হতে পারে আপনাদের ধারণা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *