করোনায় আরও ৩৪ জনের মৃত্যু

Slider জাতীয়

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৬৩ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ১৮৩ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৮৫ হাজার ৩৮২ জনে।

রোববার (৩০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ২৬৬টি নমুনা সংগ্রহ এবং ৪৩ হাজার ৬টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৮ দশমিক ৩৩ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৩২৪টি।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা শনাক্তের পর থেকে এখন পর্যন্ত শনাক্তের হার ১৪.৩৬ শতাংশ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৬৭ জন। এ পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন মোট ১৫ লাখ ৬৫ হাজার ৬৪৫ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৪ জনের মধ্যে ১৯ জন পুরুষ এবং ১৫ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ২২ জন, চট্টগ্রামের ৫ জন, রাজশাহীর ৪ জন, সিলেটের ১ জন এবং ময়মনসিংহ বিভাগের রয়েছেন ২ জন।

একক জেলা হিসেবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকায়, ১৫ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *