সিরিয়ায় কারাগারে হামলা-সংঘর্ষে নিহত ১২০

Slider সারাবিশ্ব

সিরিয়ায় কারাগারে হামলা-সংঘর্ষে ১২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, যুক্তরাষ্ট্রসমর্থিত কুর্দি বাহিনীর সঙ্গে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্যদের এ সংঘর্ষ হয়। এতে সাতজন বেসামরিক লোকও নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

বলা হচ্ছে, গত বৃহস্পতিবার থেকে কুর্দি ও আইএস যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ চলছে দেশটিতে। সহিংসতার জেরে হাসাকাহ শহরে কুর্দি পরিচালিত গোরান কারাগারে আইএস সদস্যদের হামলার পর শুরু হয় দু’পক্ষের সংঘর্ষ। সংঘর্ষে অন্তত ৭৭ জন আইএস সদস্য, ৩৯ জন কুর্দি বাহিনীর সদস্য এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কারারক্ষীও নিহত হয়েছেন। ওই হামলা সাতজন বেসামরিক লোকও নিহত হয়েছেন বলেও জানা গেছে।

গত শুক্রবার কারাগারে হামলার দায় স্বীকার করে আইএস। আইএসের মুখপত্র হিসেবে পরিচিত আমাক জানিয়েছে, আইএস সদস্যরা কারাগারে দুটি আত্মঘাতী বোমা হামলার মধ্য দিয়ে ওই অভিযান শুরু করে। এ অভিযানে তারা তাদের কয়েকশ সদস্যকে মুক্ত করেছে। তিন বছর আগে সিরিয়ায় আইএসের পতনের পর এটিই সবচেয়ে বড় হামলার ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *