গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) উপজেলার দড়িপাড়া ও পূবাইলের তালটিয়া এলাকায় পৃথক দুর্ঘটনা দুটি ঘটে।
তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে একজনের বয়স আনুমানিক ১৮ ও অন্যজনের ৩০/৩৫ বছর হবে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইমাইদুল জিহাদী জানান, ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেল সড়কে চট্টগ্রামগামী কর্ণফূলী এক্সপ্রেস ট্রেনের হুকে করে যাচ্ছিলেন অজ্ঞাতপরিচয় এক যুবক। দড়িপাড়া রেলক্রসিং পার হওয়ার পর চুয়ারিয়াখোলা এলাকায় ট্রেনটি জাম্প করলে তিনি পড়ে যান এবং ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেল সড়কে চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনের নিচে কাটা পড়ে পূবাইল স্টেশনের অদূরে তালটিয়া এলাকায় আরও এক যুবকের মৃত্যু হয়।
মরদেহগুলো উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।