মেয়ে বলে পরিবার মেরে ফেলতে চেয়েছিল মন্ত্রী ইরানিকে

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ফুলজান বিবির বাংলা রাজনীতি সারাদেশ সারাবিশ্ব

49947_smritibhopal

ফাহিমা নূর

বিভাগীয় সম্পাদক(ফুলজান বিবির বাংলা)

গ্রাম বাংলা নিউজ২৪.কম
ঢাকা:  আজ তিনি ভারতের মানবসম্পদ উন্নয়নমন্ত্রী। কিন্তু দেশটির অধিকাংশ মেয়ের মতো মেয়ের হওয়ার যন্ত্রণা তাকেও ভোগ করতে হয়েছে। শুক্রবার ভোপালের এক জনসভায় স্মৃতি ইরানি জানান সেই কথা, ছোটবেলায় তাকে পরিবারের বোঝা মনে করা হত। এমনকী তার মাকে স্মৃতিকে মেরে ফেলার পরামর্শও দিয়েছিলেন অনেকে।

জনসভায় স্মৃতি বলেন, আজ প্রথমবারের মতো বলছি। যখন আমি জন্মেছিলাম আমার মাকে অনেকে বলেছিল মেয়েরা পরিবারের বোঝা। ওকে মেরে ফেল। কিন্তু আমার মা সাহসী ছিলেন। উনি এমন কিছু করেননি। তাই আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে। ভোপাল মডেল স্কুলে কন্যাভ্রুণ হত্যা নিয়ে একটি প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন স্মৃতি।
মানবসম্পদ উন্নয়নমন্ত্রী বলেন, যখন একজন মেয়েকে শিক্ষিত করা হয় তখন তার সাথে একটা গোটা পরিবারকে শিক্ষিত করা হয়। যা ভবিষ্যতে দেশের কাজে লাগে। এদিন নিজের উদাহরণ ছাড়াও নরেন্দ্র মোদীর উদাহরণ তুলে ধরেন স্মৃতি। কীভাবে চা বিক্রেতা থেকে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন তিনি।
কন্যাভ্রুণ হত্যা বন্ধ করা বিজেপি সরকারের সর্বপ্রথম কাজ বলে জানান তিনি।
সূত্র : জি নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *