ঝিনাইদহে শিক্ষকদের অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Slider শিক্ষা

বুধবার (১২ জানুয়ারি) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত প্রতিষ্ঠানের সামনে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে তারা। এ সময় বন্ধ হয়ে যায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে যান চলাচল। এতে ভোগান্তিতে পড়ে সড়কে চলাচলকারীরা। অবরোধ চলাকালে ওই প্রতিষ্ঠানে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীর নানা স্লোগান দিতে থাকে।

পুনর্নির্বাচনের দাবিতে নীলফামারী-সৈয়দপুর সড়ক অবরোধ

অবরোধ চলাকালীন সময়ে এক শিক্ষার্থী বলেন, ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে নানা অনিয়ম করে আসছে। ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা সঠিকভাবে দিলেও শিক্ষকরা তাদের নম্বর কম দিচ্ছে। প্রতিবাদ করা হলে টিসি দিয়ে অন্য প্রতিষ্ঠানে পাঠিয়ে দেওয়া হয়েছে অনেককে। শিক্ষকরা ব্যবহারিক ক্লাসের নামে মাঠে কাজ করান। আমাদের ঠিকমত ক্লাস নেন না। দেশের অন্য এটিআই থেকে আমাদের এটিআইতে ভর্তির জন্য ৭০০ টাকা বেশি নেওয়া হয়। এসব অনিয়মের মূল হোতা প্রতিষ্ঠানের অধ্যক্ষ।

পরে পুলিশ ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দাবি মানার আশ্বাস দিয়ে শিক্ষার্থীরা অবরোধ তুলে দেয়।

বরিশালে ইজিবাইক চালকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, শিক্ষার্থীরা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষকদের নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে সড়ক অবরোধ করেছিল। কর্তৃপক্ষ সমস্যার সমাধান করে দেবে এমন আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।

এ ব্যাপারে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ দেবানন্দ বিশ্বাসের সঙ্গে কথা বলতে গেলে তিনি কথা বলতে রাজি হননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *