বিশ্বে একদিনে প্রায় ৫ হাজার ফ্লাইট বাতিল

Slider সারাবিশ্ব

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে বিশ্বজুড়ে ফ্লাইট বাতিলের প্রবণতা ক্রমাগত বেড়েছে।

গত শনিবার ফ্লাইট বাতিলের সংখ্যা বড়দিনের পর থেকে একদিনে সর্বোচ্চ ফ্লাইট বাতিলের রেকর্ড।

মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট এওয়্যারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সারা বিশ্বে ৪ হাজার ৭৩১টি ফ্লাইট বাতিল হয়েছে।
এর মধ্যে ২ হাজার ৭৩৯টি ফ্লাইট অর্থাৎ অর্ধেকের বেশি ফ্লাইট বাতিল হয়েছে যুক্তরাষ্ট্রে। এ ছাড়া শনিবার সারা বিশ্বে ১১ হাজার ৪৩টি অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলে বিলম্ব হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৯৯৩টি যুক্তরাষ্ট্রের ফ্লাইট।

এর আগে বড়দিনের ছুটিতে বিশ্বজুড়ে বিভিন্ন এয়ারলাইনস কোম্পানির প্রায় সাড়ে সাত হাজার ফ্লাইট বাতিল হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *