মান্নাকে ফিরিয়ে দেয়ার দাবি বিএনপির

Slider বাংলার আদালত

64880_bnp_bangladesh

নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিসি মাহমুদুর রহমান মান্নাকে অবিলম্বে তার পরিবারের কাছে ফেরত দেয়ার দাবি জানিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ এ দাবি জানান। বিবৃতিতে তিনি বলেন, দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, বরেণ্য নাগরিক, ডাকসু’র সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের আহবায়ক জনাব মাহমুদুর রহমান মান্নাকে সোমবার রাত সাড়ে ৩টার সময় সাদা পোষাকধারী সরকারী আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই তুলে নিয়ে যায়। কিন্তু পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়নি মর্মে বক্তব্য দেয়ায় আমরা বিস্মিত হয়েছি। যে প্রক্রিয়ায় দেশের এই পর্যায়ের একজন নাগরিককে তুলে নেয়া হলো তাতে রাষ্ট্রের কোন নাগরিকের মৌলিক অধিকার, মানবাধিকার এবং বেঁচে থাকার অধিকারের কোন গ্যারান্টি অবশিষ্ট রইল না। আমরা সাংবিধানিক, মৌলিক ও মানবাধিকারকে চুড়ান্ত লঙ্ঘন করে সরকারি বাহিনীর এহেন ঘৃন্য কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে মাহমুদুর রহমান মান্নাকে তার পরিবারের কাছে ফেরত দেয়া ও দায়ি ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনী পদক্ষেপ নেয়ার দাবি জানাচ্ছি। ভবিষ্যতে সরকারকে এ জাতীয় ঘৃন্য কর্মকা- থেকে বিরত থাকার জন্যও আহবান জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *