নৌকা প্রতীকের অফিস ভাংচুরের অভিযোগ

Slider ফুলজান বিবির বাংলা

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন আ’লীগ প্রার্থী (নৌকা) প্রতীকের নির্বাচনী অফিসে হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে বলে দাবি আ.লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর। এবিষয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. আনোয়ার হোসেন সরকার।

বৃহস্পতিবার বিকালে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. তোফাজ্জল হোসেন ( আনারস)সহ তাঁর ৪২ কর্মী সমর্থকের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার সরকার।

নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. আনোয়ার সরকার বলেন, আমার কর্মী সমর্থকরা গত বুধবার রাত সাড়ে নয়টারদিকে লাকচতল গ্রামের পশ্চিম পাড়া এলাকার নির্বাচনী অফিসে বসে নির্বাচনী কাজ করছিলো। এ সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আনারস) সমর্থকরা আ’লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে অনাধিকার প্রবেশ করে ভাংচুর করে। এসময় প্লাস্টিকের চেয়ার, বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান এবং প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আনারস) মো. তোফাজ্জল হোসেন জানান, ওই এলাকায় নৌকার সমর্থকরা আমার পোষ্টার লাগাতে দেয়না। বিষয়টি আমি তাদের জিজ্ঞাস করেছি। এখানে কোন মারপিটের ঘটনা ঘটেনি। অফিস ভাংচুরের ঘটনা মিথ্যা। আমার জনপ্রিয়তা দেখে প্রতিহিংসাপরায়ণ হয়ে তাঁরা তাদের নির্বাচনী অফিসে ভাংচুর করতে পারে বলে আমি মনে করি। এবিষয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা, থানা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাকে রাতেই অবহিত করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *