বৃটেনে একদিনে কোভিড শনাক্ত ৯১,৭৪৩, ওমিক্রনে মৃতের সংখ্যা বেড়ে ১২

Slider সারাবিশ্ব

বৃটেনে আবারও দৈনিক সংক্রমণ ৯০ হাজার ছাড়িয়েছে। সোমবার দেশটিতে ৯১ হাজার ৭৪৩ জনের কোভিড শনাক্ত হয়। গত এক সপ্তাহে কোভিডের সর্বোচ্চ সংক্রমন দেখেছে বৃটেন। প্রায় প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে সর্বোচ্চ সংক্রমণের। গত এক দিনে দেশটিতে এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৪৪ জন।

এদিকে দেশটিতে ওমিক্রনে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১২ জনে। এই ভ্যারিয়েন্টে আক্রান্ত মোট ১০৪ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সোমবার সকালে এ খবর নিশ্চিত করেছেন বৃটিশ স্বাস্থ্যমন্ত্রী ডমিনিক রাব।

পরিস্থিতি বিবেচনায় লকডাউন জারির জন্য প্রধানমন্ত্রী বরিস জনসনকে চাপ দিয়ে যাচ্ছেন মন্ত্রীসভার একাংশ।
বিজ্ঞানীরাও ভয় পাচ্ছেন, এ হারে সংক্রমণ চলতে থাকলে দ্রুতই হাসপাতালগুলো ভরে উঠতে পারে। বর্তমানে বৃটেনে মোট ৪৫ হাজার ১৪৫ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। এরমধ্যে সোমবার নতুন করে শনাক্ত হয়েছে ৪ হাজার ৪৪ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *