টাঙ্গাইল: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আলেমা খাতুন ভাসানী হলের বিবাহিত ছাত্রীদের সিট ছেড়ে দেওয়ার নোটিশ প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক রোকসানা হক রিমি বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে হলের গত ১১ ডিসেম্বর হলের বোর্ডে বিবাহিত শিক্ষার্থীদের হল ছেড়ে দেওয়ার নোটিশ দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, ‘হলের নিয়ম অনুযায়ী বিবাহিত ছাত্রীদের হলে থেকে অধ্যায়নের সুযোগ নেই। এ অবস্থায় আগামী ৩০ জানুয়ারির মধ্যে বিবাহিত ছাত্রীদের সিট ছেড়ে দেওয়ার নোটিশ দেওয়া হলো।’
কোনো ছাত্রী বিবাহিত হলে অবিলম্বে হল কর্তৃপক্ষকে জানাতে বলা হয়। বিষয়টি না জানালে নিয়ম ভঙ্গের কারণে জরিমানাসহ সিট বাতিল করার কথা বলা হয়। এই নোটিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়। এরপরই নোটিশ প্রত্যাহার করল হল কর্তৃপক্ষ।