হাইতির উত্তরাঞ্চলে ক্যাপ-হাইতিয়ান শহরে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭৫ এ পৌঁছেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সোমবার রাতের ওই বিস্ফোরণে আহতদের চিকিৎসায় হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।
বিস্ফোরণের আগে জ্বালানিবাহী গাড়িটি উল্টে গিয়েছিল, তখন আশপাশের অনেকে সেটি থেকে জ্বালানি নিতে ছুটে যান; এ কারণে বিস্ফোরণটি আরও প্রাণঘাতী হয়ে ওঠে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিস্ফোরণের পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকেই ৬১ জনের মৃতদেহ উদ্ধার করেন।
পরে হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয় বলে জানান হাইতির দ্বিতীয় বৃহত্তম শহর ক্যাপ-হাইতিয়ানের প্রধান হাসপাতালের এক পরিচালক।