মন চাইছে আত্মহত্যা ক‌রি : মোস্তাফা জব্বার

Slider তথ্যপ্রযুক্তি

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসটি নিয়ে ইতিমধ্যে তোলপার শুরু হয়েছে নেট দুনিয়ায়। তিনি তার স্ট্যাটাসে লিখেন, ‘মন চাইছে আত্মহত্যা করি। একটি চেকে আমি ডিসেম্বর বাংলায় লিখেছি বলে কাউন্টার থেকে চেকটি ফেরত দিয়েছে। কোন দেশে আছি?’

আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৩৯ মিনিটে মন্ত্রী এই স্ট্যাটাস দেন। জানা যায়, মন্ত্রী তার পরিচিত একজনকে একটি বেয়ারার চেক দিয়ে ব্যাংকে পাঠান। চেকটি এলিফ্যান্ট রোড শাখায় জমা দিলে ‘ডিসেম্বর’ বানানটি বাংলায় লেখা থাকায় চেকটি প্রথমে ফেরত দেওয়া হয় ওই শাখার কাউন্টার থেকে। পরে ওই ব্যক্তি বাসায় ফিরে মন্ত্রীকে বিষয়টি অবহিত করেন। মন্ত্রী বিষয়টি নিয়ে নিজে ব্যাংকের ওই শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার সঙ্গে কথা বলেন। এরপর শাখাটি পুনরায় চেকটি অনার করে।

পরে বিষয়টি তুলে ধরে তার ফেসবুকে স্ট্যাটাস দেন মোস্তফা জব্বার। এখানেই থেমে জাননি তার স্ট্যাটাসে আসা নানা মন্তব্যের জবাবও দেন তিনি। একই সঙ্গে এসব বিষয়ে সবাইকে প্রতিবাদ করতে বলেন মন্ত্রী। ভাষার মর্যাদা রক্ষায় তিনি এই কাজ করেন বলে জানা যায়।

তিনি তার স্ট্যাটাসে আসা নানা মন্তব্যের জবাবে লিখেন, ‘ব্যাংকের নিয়মে বাংলা বিরোধীতার কিছু নেই।এটা ঐ শাখার কিছু লোকের মান‌সিকতা। কেউ এমন অবস্থায় পড়‌লে অবশ্যই প্রতিবাদ করবেন। আ‌মি পাশে আ‌ছি।’

মন্ত্রীদের যদি এই অবস্থা হয় তাহলে আমাদের কি হবে স্যার? এমন মন্তব্যের জবাবে মোস্তাফা জব্বার লিখেন, ‘আপনারাও প্রতিবাদ করবেন-চুপ থাকবেন না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *