বৃটেনে দু’জনের দেহে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত

Slider জাতীয়


বৃটেনে শনাক্ত হলো করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট। শুক্রবার দেশটি নিশ্চিত করেছে, দক্ষিণ আফ্রিকা ভ্রমণের সঙ্গে সম্পর্কিত দু’জনের দেহে করোনার এই ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়েছে। এর আগে এ ভ্যারিয়েন্ট থেকে বাঁচতে বৃটেন আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় ৬ দেশকে লাল তালিকায় যুক্ত করে। আল-জাজিরার খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত বিশ্বের কমপক্ষে ৪ দেশে এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

বৃটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতরাতের শেষ দিকে আমার সঙ্গে ‘ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি’ যোগাযোগ করে। আমাকে জানানো হয় যে, বৃটেনে অন্তত দু’জনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এরমধ্যে একজন চেমসফোর্ডে এবং অন্যজন নটিংহামে। আমরা তাৎক্ষণিকভাবে ওই দু’জনকে আইসোলেশনে পাঠিয়ে দিয়েছি এবং কন্টাক্ট ট্রেসিং অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *