সাবেক সেনা কর্মকর্তাদের খাবারও ফিরিয়ে দিলো পুলিশ

Slider জাতীয়

64707_khaleda

অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য সাবেক ১২ সেনা কর্মকর্তার আনা খাবার ফিরিয়ে দিয়েছে পুলিশ। আজ বেলা সাড়ে ১২টার দিকে গুলশান-২ নম্বরের ৮৬ নম্বর সড়কস্থ তার রাজনৈতিক কার্যালয়ের সামনে যান সেনা, নৌ ও বিমান বাহিনীর সাবেক ১২ কর্মকর্তা। এসময় তাদের হাতে বিভিন্ন ধরনের খাবার প্যাকেট, পানি ও কলা ছিল। কার্যালয়ের একশ’ গজ দূর থেকেই তাদের ফিরিয়ে দেয় পুলিশ। ফিরে যাওয়ার সময় মেজর (অব.) ওহিদুন নবী সাংবাদিকদের বলেন, সেনাবাহিনীর সাবেক প্রধানের স্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী না খেয়ে আছেন শুনে আমরা ব্যথিত হয়ে খাবার নিয়ে এসেছিলাম। কিন্তু পুলিশ আমাদের খাবার নিয়ে প্রবেশ করতে দেয়নি।  পরে আমরা খাবার খালেদা জিয়ার কার্যালয়ে পৌঁছে দেয়ার অনুরোধ করলেও তা রক্ষা করেনি পুলিশ। তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রীর খাবার বন্ধ রাখা মানবাধিকারের লঙ্ঘন। আমরা এর নিন্দা জানাই।  সেনা কর্মকর্তাদের মধ্যে ছিলেন-  মেজর (অব.) ইফতেখার, স্কোয়াড্রন লিডার (অব.) জামিল, কমান্ডার (অব.) রেজা ও  নৌবাহিনীর কমান্ডার (অব.) সাইফুল পাইকার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *