নতুন ভবন নির্মাণ সমাপ্ত হলেও হস্তান্তরে গড়িমসি রামগঞ্জে মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান ব্যাহত

Slider চট্টগ্রাম শিক্ষা

Raamganj Pic 18-02-18

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
রামগঞ্জে নতুন স্কুল ভবন নির্মাণের কাজ সমাপ্ত হলেও কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হচ্ছেনা। ফলে পৌরসভার কমরদিয়া মধুপুর ডা. আবদুর রব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের দৈনন্দিন পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্ট ঠিকাদারের গড়িমসির কারনেই এমন পরিস্থিতির উদয় বলে অভিভাবক মহলের অভিযোগ। এরই সাথে ওই ঠিকাদার বিদ্যালয় মাঠে কনা, বালি, সুরকি সহ বিভিন্ন সরঞ্জাম রেখে দেওয়ায় শিক্ষার্থীদের খেলাধুলায় অন্তরায়ের সৃষ্টি হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম জানান, স্থানীয় মোঃ করিমুল হক ভূঁইয়া এবং নাছিমুল হক ভূঁইয়ার সম্পত্তি দানের মধ্য দিয়ে বিগত ২০০০ইং টিনসেডে নির্মিত ৩ কক্ষ বিশিষ্ট কমরদিয়া মধুপুর ডা. আবদুর রব সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। দায়িত্বরত শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে পর্যায়ক্রমে বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে। এতেকরে অতিরিক্ত কক্ষ না থাকায় পাঠদান কার্যক্রমে সমস্যার সৃষ্টি হয়। প্রধান শিক্ষকসহ সহকারি শিক্ষক, এসএমসি সভাপতিসহ অভিভাবকদের প্রচেষ্টায় বিষয়টি স্থানীয় এমপি লায়ন এমএ আউয়ালের দৃষ্টিগোচর হলে তিনি মন্ত্রনালয় থেকে অত্র বিদ্যালয় সহ কয়েকটি বিদ্যালয়ের জন্য নতুন ভবন বরাদ্ধ আনেন। যার আলোকে ২০১৬ইং সনের শেষের দিকে ঠিকাদার মোঃ হারুন কাজ ধরে ২০১৭ইং সনের আগষ্ট মাসে বিদ্যালয়টির নতুন ভবনের নির্মাণ কাজ সমাপ্ত করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ বারংবার ভবনটি বুঝিয়ে দেওয়ার অনুরোধ জানালেও দরজা, মেঝে এবং রং করনের অজুহাতে ঠিকাদার ভবনটি বুঝিয়ে দিচ্ছেননা। এরই সাথে বিদ্যালয় মাঠে ইট, বালি, কনা, সুরকি সহ মেশিনারিজ নির্মাণ সামগ্রী রেখে বিদ্যালয়ের দৈনন্দিন কাজ সহ শিক্ষার্থীদের খেলাধুলায় অন্তরায়ের সৃষ্টি করে রেখেছে। এতে করে স্থানীয়ভাবে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার দৌলতর রহমান জানান, প্রধান শিক্ষক বিষয়টি আমাকে জানালে দ্রুত সমাধানের চেষ্টা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *