‘হাফপাস’-এর দাবিতে মোহাম্মদপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Slider জাতীয়


গণপরিবহনে ‘হাফপাস’ ভাড়া কার্যকরের দাবিতে রাজধানীর মোহাম্মদপুরে সড়ক অবরোধ করেছে ওই এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ বেলা ১১টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা। এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এসময় দুয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। অবরোধ কর্মসূচিতে মোহাম্মদপুর গভর্নমেন্ট কলেজ, শ্যামলী আইডিয়াল পলিটেকনিক্যাল কলেজ ও মোহাম্মদপুর আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরে অংশ নিয়েছেন। নানা ধরনের প্ল্যাকার্ড নিয়ে হাফ পাসের দাবি বাস্তবায়নে স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচিকে ঘিরে সেখানে পর্যাপ্ত সংখ্যা পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ বলেন, বাসে হাফ পাসের দাবিতে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন। অবরোধের কারণে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে আমরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছি।

রাস্তা ছেড়ে দেওয়ার জন্য তাদের বোঝানোর চেষ্টা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *