মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনি ব্যবস্থার খবর দু’একদিনের মধ্যে জানানো হবে’

Slider জাতীয়

ঢাকা: গাজীপুরের মেয়র হিসেবে জাহাঙ্গীর আলম থাকছেন কিনা, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯’ পর্যালোচনার পর দু-একদিনের মধ্যে সেই বিষয়ে জানা যাবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষ থেকে মন্ত্রিসভা বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ‘আইনটা (সিটি কর্পোরেশন আইন) দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইনটি দেখা হচ্ছে। আইনটি পর্যালোচনা হোক তারপর বলব। আইনগতভাবে তার অবস্থানটা কি হবে সেটা পর্যালোচনা করা হচ্ছে।’

জাহাঙ্গীর আলমের মেয়র পদ থাকবে কি না জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, ‘আইনটি পর্যালোচনা করে সেটা বোঝা যাবে।’ পর্যালোচনা করতে কতদিন লাগবে- এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘২/১ দিন লাগতে পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *