হাফ ভাড়া দিতে চাওয়ায় ধর্ষণের হুমকির প্রতিবাদে এবং সংশ্লিষ্টদের বিচারের দাবিতে রাজধানীর বকশি বাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীসহ সাত কলেজের ছাত্র-ছাত্রীরা এ বিক্ষোভে যোগ দিয়েছেন। আজ সকাল থেকে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
এর আগে গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক ছাত্রী অভিযোগ করে জানান, হাফ ভাড়া দেয়ায় বাসের চালক ও হেলপার তাকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিয়েছেন। অভিযোগকারী ওই ছাত্রী জানান, তিনি কলেজে যাওয়ার জন্য শনিরআখড়া থেকে ঠিকানা পরিবহনের বাসে উঠেন। সেখান থেকে কলেজের ভাড়া ১০টাকা। কিন্তু তার কাছ থেকে ১৫ টাকা ভাড়া রাখা হলে তিনি নিজেকে স্টুডেন্ট বলে ১০ টাকা ফেরত চাইলে হেলপার তার সাথে খারাপ ভাষায় কথা বলেন এবং নামার সময়ে তাকে ৫ টাকা দিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের হুমকি দেন।