মেহেরপুরে নৌকার ভরাডুবি, মুজিবনগরে একটিতেও নৌকা জয় পায় নি

Slider ফুলজান বিবির বাংলা

মেহেরপুর:দ্বিতীয় ধাপের মেহেরপুরের গাংনী উপজেলার ৫টি ও মুজিবনগর উপজেলার ৪টি ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি হয়েছে। এর মধ্যে ৭টিতে স্বতন্ত্র প্রার্থী ও ২টিতে নৌকার প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে গাংনী উপজেলার কাথুলী, তেঁতুলবাড়ীয়া, বামন্দী, মটমুড়া, সাহারবাটী ও মুজিবনগর উপজেলার বাগোয়ান, পিরোজপুর, মোনাখালী এবং দারিয়াপুর ইউনিয়নে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মশিউর রহমান ও বামন্দী ইউনিয়নে ওবাইদুর রহমান কমল চেয়ারম্যান হিসাবে জয়লাভ করেছেন। কাথুলী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান রানা, মটমুড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সোহেল আহমেদ, তেঁতুলবাড়ীয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা বিশ্বাস, মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মাহফুজুল আলম রবি, বাগোয়ান ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আয়ূব হোসেন, পিরোজপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আমাম হোসেন মিলু এবং মোনাখালী ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মফিজুর রহমান চেয়ারম্যান হিসাবে জয়লাভ করেছেন।

গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নে ২ হাজার ৬৪২ ভোটে জয়লাভ করেছেন নৌকা মার্কা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মশিউর রহমান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ৭ হাজার ৬৩৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রাকিবুল ইসলাম টুটুল মোটরসাইকেল প্রতীক নিয়ে ৪ হাজার ৯৯২ ভোট পেয়েছেন । এছাড়াও স্বতন্ত্র প্রার্থী বাশীরুল আজিজ হাসান (চশমা) প্রতীক নিয়ে ১ হাজার ৯৯৬ ভোট পেয়েছেন। জাতীয় পার্টি (জাপা)’র মনোনীত প্রার্থী বাবলু হোসেন (লাঙ্গল) প্রতীক নিয়ে পেয়েছেন ২৯৪ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ছানারুল ইসলাম পেয়েছেন ৮১ ভোট।

বামন্দী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ওবাইদুর রহমান কোমল নৌকা প্রতীক নিয়ে ১ হাজার ৬৪১ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ।

তিনি মোট ভোট পেয়েছেন ৬ হাজার ৫২৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল আওয়াল চশমা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪ হাজার ৮৮৩। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক বিশ্বাস (আনারস) প্রতীক নিয়ে ৩ হাজার ৩১৩ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান স¤্রাট (মোটর সাইকেল) প্রতীক নিয়ে ২ হাজার ২৮২ ভোট পেয়েছেন ।

কাথুলী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান রানা (আনারস) প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ৫ হাজার ৭৮৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবুল বাসার (মোটরসাইকেল) প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ২ ভোট। আওয়ামী লীগের মনোনিত প্রার্থী গোলজার হোসেন নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩ হাজার ২। স্বতন্ত্র প্রার্থী শিহাব আলী (দুটি পাতা) প্রতীক নিয়ে ২ হাজার ৩৬৫ ভোট পেয়েছেন ।

তেঁতুলবাড়ীয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা বিশ্বাস ১ হাজার ৩৭১ ভোটে বিজয়ী হয়েছেন। তিনি আনারস প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ৬ হাজার ৮২৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোতালেব হোসেন (ঘোড়া) প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৪৫৮ ভোট। আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আব্দুল্লাহ-আল মামুন নৌকা প্রতীক নিয়ে ৪ হাজার ৮০ ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম মোটর সাইকেল প্রতীক নিয়ে ১ হাজার ৯১২ ভোট পেয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনিত প্রার্থী এনামুল হক (হাতপাখা) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪০০।

মটমুড়া ইউনিয়নে আ’লীগের মনোনিত প্রার্থী গোলজার হোসেন ১২ হাজার ৭১৮ ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও মটমুড়া ইউপির বর্তমান চেয়ারম্যান সোহেল আহমেদ। সোহেল আহমেদ আনারস প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ১৮ হাজার ৩২০। নৌকা প্রতীক নিয়ে আবুল হাসেম পেয়েছেন ৫ হাজার ৬০২ ভোট। জাপা প্রার্থী আব্দুস সালাম (লাঙ্গল) প্রতীক নিয়ে পেয়েছেন ৬১৯ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *