কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসারের মৃত্যু

Slider জাতীয়


ইবি থানা (কুষ্টিয়া): ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে কেন্দ্রে থাকা অবস্থাতেই গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে প্রিজাইডিং অফিসার জয়নাল আবেদিনের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের ৬নং ওয়ার্ড রামনগর তিঁতুতলা কেন্দ্রে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল জয়নাল আবেদিনের। তিনি মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের নিমতলা কলেজের শিক্ষক ছিলেন।

ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার আনোয়ারুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সাড়ে ১১টার দিকে প্রিজাইডিং অফিসার জয়নাল আবেদীন তার শারীরিক অসুস্থতার কথা জানান। এ সময় তার শ্বাসকষ্ট দেখা দেয়। এর কিছুক্ষণ পরেই তিনি ভোটকেন্দ্রের মধ্যেই মৃত্যুবরণ করেন। পরে স্থানীয় চিকিৎসক এসে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার মিরপুর উপজেলার ১১টি ইউনিয়নে এবং ভেড়ামারা উপজেলার ৬টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *