ডেইলি স্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে- প্রধানমন্ত্রী

Slider বিনোদন ও মিডিয়া

64411_b1

 নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহ্‌রীরের পোস্টারের ছবি ছাপানোয় ইংরেজি দৈনিক ডেইলি স্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। জাতীয় পার্টির পীর ফজলুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, জঙ্গি সংগঠন হিযবুত তাহ্‌রীরকে অনেক আগেই আমরা নিষিদ্ধ করেছি। এ সংগঠনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি বলেই ২০০৯ সালের পর থেকে তারা আর কোন নাশকতা চালাতে পারেনি। কিন্তু এখন খালেদা জিয়ার ছত্রছায়ায় নাশকতার সঙ্গে হিযবুত তাহ্‌রীরও জড়িত থাকতে পারে। এ সময় ডেইলি স্টারের একটি রিপোর্টের উদ্ধৃতি দিয়ে শেখ হাসিনা বলেন, গত ১১ তারিখে ডেইলি স্টার পত্রিকার ৩ নম্বর পাতায় বাংলামোটরে দেয়ালে সাঁটানো নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের একটি পোস্টার বড় করে ছাপানো হয়েছে! নিষিদ্ধ সংগঠনের পোস্টার বা লিফলেট ছাপানো মানে ওই সংগঠনের প্রচারে সহযোগিতা ও উসকানি দেয়া। তাই নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের পোস্টার ছাপিয়ে যারা মদত দিচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *