শ্রীপুরে ক্যামিকেল কানখানায় ভয়াবহ অগিকান্ড

জাতীয়

রাতুল মন্ডল শ্রীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার আজিজ গ্রুপের এ.এস.এম ক্যামিখল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের ভয়াবহতায় আশপাশ এলাকার মানুষ আতংকিত হয়ে পড়েছে। অনেকেই বাড়ি ঘরছেরে রাস্তায় চল এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। একটু পর পর বিকট শব্দে আগুনর লেলিহান শিখা আকাশের অনেক উপরে উঠছে। আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে শ্রীপুর থানা পুলিশ।

আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানাযায়, সন্ধ্যা সাতটার দিক হঠাৎ কর বাহির থেকে লোকজন আগুনের দৃশ্য দেখতে পায়। এসময় কারখানার ভিতর থাকা লোকজন ডাকচিৎকার শুরু করে কারখানার ভিতর থেকে বাইরে বেড় হওয়া শুরু করে। মুহুর্তের মধ্য কারখানার ভেতরের একটি ভবন লাগা আগুনের লেলিহান শিখা আকাশর দিক উঠতে থাকে।

আগুনের ভয়াবহতায় আশপাশের বসতবাড়ির লোকজন আতংকিত হয়ে পরে। অনেকেই বাড়ি ঘরছেড়ে রাস্তায় চলেআসে। হাজার হাজার লোক দূরে দাড়িয়ে আগুনের ভয়বহতা দেখতে থাকে।

কারখানার কতৃপক্ষ নিরাপত্তার কারণে কাউকে কারখানার ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। কিভাবে আগুন লেগেছে তাৎক্ষনিক ভাবে জানাযায়নি। হতাহতের বিষয়ে কিছু জানাযায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, সন্ধ্যা সাতটার দিকে অগ্নিকাণ্ডের খবর পান। তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে নিরাপত্তার জন্য পুলিশ পাঠানা হয়। রাত আটটার পর থেকে আমিও ঘটনাস্থলে রয়েছি।

শ্রীপুরর ফায়ার সার্ভিসের ডিওটিম্যান আবু রায়হান জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে শ্রীপুরের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো.আ. হামিদ জানান,প্রথম তিনটি ইউনিট কাজ শুরু করে। পরবর্তীতে আরও ছয়টি ইউনিটসহ মোট নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এ রিপোর্ট লিখা পর্যন্ত ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের পরপরই কারখানার ভেতর রয়েছি। সার্বিকভাবে আগুন নিয়ন্ত্রণে মনিটরিং করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *