‘ইসলাম-বিকৃতকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লড়াই’

সারাবিশ্ব

Obama_SM_566411691

বারাক ওবামা

 

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা দাবি করেছেন, তার দেশ ইসলামের বিরুদ্ধে নয়, যারা ইসলামকে বিকৃত করে স্বার্থসিদ্ধি করছে তাদের বিরুদ্ধেই যুদ্ধ করছে।

ফ্রান্স ও ডেনমার্কে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে ওয়াশিংটনে আয়োজিত ‘চরমপন্থা’ বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ৬০টি দেশের প্রতিনিধি অংশ নেন।

ওবামা বলেন, যে আদর্শ মানুষকে মৌলবাদে ঠেলে দেয় তা প্রতিহত করা পৃথিবীর জন্য অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, ইসলামিক স্টেট (আইএস) কিংবা আল-কায়দা কিছুতেই ধর্মীয় সংগঠন নয়, এরা সন্ত্রাসী। এরা নিজেদের স্বার্থসিদ্ধি করতে মানবতাকে হত্যা করছে।

এদিকে, সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেটের বিরুদ্ধে সেনা অভিযান পরিচালনার জন্য কংগ্রেসের কাছে আবেদন করেছেন ওবামা। অনুমোদন পেলেই বিমান হামলার পাশাপাশি সেনা অভিযানও শুরু করতে পারে পেন্টাগন।

গত বছর থেকেই যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা সহযোগীরা আইএস’র বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *