মোটরসাইকেলের মূল্য সোয়া দুই কোটি টাকা

তথ্যপ্রযুক্তি

feline_01_216681599

ঢাকা: উচ্চক্ষমতা সম্পন্ন, আধুনিক প্রযুক্তির এক মোটরসাইকেল তৈরি করেছে সুইজারল্যান্ডভিত্তিক বাইক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফিলাইন মোটরসাইকেল। নাম দেওয়া হয়েছে ‘ফিলাইন ওয়ান’।

মোটরসাইকেলটির ডিজাইন করেছেন বিখ্যাত ডিজাইনার ইয়াকুবা। এযাবতকালের সবচেয়ে ব্যয়বহুল ‘ফিলাইন ওয়ান’র মূল্য নির্ধারণ করা হয়েছে দুই লাখ আশি হাজার ডলার। বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় দুই কোটি আঠারো লাখ চল্লিশ হাজার টাকা (১ ডলার সমান ৭৮ টাকা)।

মোটরসাইকেলটি তৈরিতে ইন্ডাস্ট্রির মূলবান ম্যাটেরিয়াল কার্বন, টাইটানিয়াম, অ্যালুমিনিয়াম ও চামড়া ব্যবহার করা হয়েছে বলে দাবি প্রতিষ্ঠানটির।

এ বিষয়ে ডিজাইনার ইয়াকুবা বলেন,এটি শুধু মোটরসাইকেলই নয়, আভিজাত্য ও অধুনিকতার সংমিশ্রণও। বিশেষ শ্রেণির ক্রেতার বিষয় মাথায় রেখেই ‘ফিলাইন ওয়ান’ তৈরি করা হয়েছে।

গত দশ বছর ধরে বিশ্বের সেরা মেশিনগুলো পরীক্ষা-নিরীক্ষা করে এটি তৈরি করেছি, বলেন ইকুয়াবা।

তিন সিলিন্ডার ইঞ্জিনের মোটরসাইকেলটি ৮০১ সিসি। এর ওজন মাত্র ১৫৫ কেজি। ২০১৬ সালের শুরুতে ‘ফিলাইন ওয়ান’ বাজারে আসবে।

feline_BG_331500812

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *