বুধবার রাজধানীর পৃথকস্থানে সাত গাড়িতে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের বিষয়ে ফায়ার সাভির্সের কাছে কোন তথ্য নেই বলে জানানো হয়েছে। সূত্র জানায়, সকাল ১০ টায় পল্লবীর সাংবাদিক কলোনীর সামনে প্রজাপতি নামে একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। সকাল সাড়ে ৬ টায় ডেমরার রানীমহল বাসস্টান্ডে একটি যাত্রীবাহী লেগুনাকে গতিরোধ করে আগুন দেয় দুর্বৃত্তরা। সকাল ৮ টায় ডেমরার স্টাফ কোয়ার্টারের সামনে একটি পিকঅ্যাপ ভ্যানে আগুন দেয়ার খবর পাওয়া গেছে। সকাল ৬ টায় মোহাম্মদপুরে বেঁড়িবাঁধে একটি পিকঅ্যাপভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। সকাল ১১ টায় মিরপুর-১০ নম্বর গোল চত্তরে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সকাল পৌঁনে ১০ টায় আদাবরের মূল রাস্তায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। সকাল ৮ টায় মগবাজারের রেলক্রসিয়ের পাশে একটি প্রাইভেট কারে আগুন দেয়া হয়। আগুনের বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার নিলুফা ইয়াসমিন জানান, রাজধানীর কোনস্থানে তারা আগুনের খবর পাননি। এদিকে, রাজধানীর ফকিরাপুল বাজারে, মতিঝিল সোনালী ব্যাংকের সামনে, উত্তরা হাজি ক্যাম্পের সামনে ও তেজগাঁয়ের হলিক্রসের সামনে, ধানম-িতে আওয়ামী লীগ অফিসের সামনে ও মুগদার বৌদ্ধ মন্দিরের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়। পরে পথচারীসহ ওই এলাকার লোকজনের দেহ ও ব্যাগ তল্লাশী করেন। তবে সংশ্লিষ্ট থানা গুলোতে যোগাযোগ করা হলে তারা ককটেল বিস্ফোরণের বিষয়টি অস্বীকার করেন।