‘রিভিউ না করলে কামারুজ্জামানের দণ্ড কার্যকরে অপেক্ষা নয়’

Slider ফুলজান বিবির বাংলা

64306_mh

 এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরের জন্য কার্যক্রম চালাবে রাষ্ট্র। তবে এর মধ্যে কেউ যদি রিভিউ করেন, তখন রায় কার্যকরের কার্যক্রম স্থগিত হয়ে যাবে। তিনি বলেন, রিভিউ (পুনর্বিবেচনা) আবেদনের জন্য ১৫ দিনের সময় থাকলেও রাষ্ট্রপক্ষ এ সময়ের জন্য অপেক্ষা করবে না। বুধবার মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দ-াদেশপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এখন পূর্ণাঙ্গ রায়টি আপিল বিভাগ থেকে ট্রাইব্যুনালে পাঠানো হবে। এরপর ট্রাইব্যুনাল মৃত্যু পরোয়ানা জারি করবেন। তারপর এ পরোয়ানা জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কারাগারে যাবে। পরবর্তীতে কারা কর্তৃপক্ষ বিষয়টি কামারুজ্জামানকে অবহিত করবে। এরপর দণ্ডপ্রাপ্ত আসামি ইচ্ছা করলে প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইতে পারবেন। ক্ষমা না চাইলে ফাঁসি কার্যকরে আর কোন বাধা থাকবে না। এর আগে গত বছরের ৩রা নভেম্বর কামারুজ্জামানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর দেয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে চূড়ান্ত রায় সংক্ষিপ্ত আকারে দিয়েছিলেন আপিল বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *