গাজীপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Slider শিক্ষা


ইসমাঈল হোসেন-গাজীপুর: সাম্প্রতিক অতিমারি করোনায় শিক্ষা সেক্টরে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কিন্ডারগার্টেন সেক্টর। করোনাকালীন সময়ে জীবীকার তাগিদে অসংখ্য কিন্ডারগার্টেন শিক্ষক শিক্ষকতা ছেড়ে কম মর্যদাপূর্ণ পেশায় চলে গেছেন। ক্ষুধার জ্বালায় কয়েকজন শিক্ষকের আত্মহত্যার ঘটনাও ঘটেছে বলে দাবি করছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন। দেশের ৫০ হাজার কিন্ডারগার্টেন স্কুলে ৬ লক্ষাধিক শিক্ষিত বেকারের কর্মসংস্থান দাবি কিন্ডারগার্টেন নেতাদের। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর মহাসচিব জি এম জাহাঙ্গীর কবির রানা বলেন দেশের ৪০ শতাংশ শিশু প্রাথমিক শিক্ষা লাভ করে কিন্ডারগার্টেন স্কুল থেকে। কিন্ডারগার্টেন স্কুল নিবন্ধন নীতিমালা সহ ১১ দফা দাবি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান মহাসচিব জি এম জাহাঙ্গীর কবির রানা। তিনি গতকাল গাজীপুরে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

১৭ অক্টোবর রবিবার বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন গাজীপুর মহানগর ও জেলা শাখার আয়োজনে বিকাল ৩ টায় জয়দেবপুরস্থ প্রকৌশলী ভবনের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন গাজীপুর জেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা অনিল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এল এম কামরুজ্জামান।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মো: ইসমাঈল হোসেন মাস্টার ও জেলা শাখার সাধারণ সম্পাদক প্রফেসর সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব জি এম জাহাঙ্গীর কবির রানা। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, মো: শফিকুল ইসলাম শফি, মো: আলমগীর হোসেন হেলাল, মো: হামিদুল ইসলাম মিন্টু, আবাবিল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক আজিজুল হক আজিজ , গাজীপুর বিজি আই এফ টির পরিচালক, মো: দেলোয়ার হোসেন।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব জয়নুল আবেদীন জয়, শিক্ষা বিষয়ক সম্পাদক, মো: নজরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক, রফিকুল ইসলাম রুনো, ইব্রাহিম খলিল, পরিবেশ বিষয়ক সম্পাদক, এস এম সুহেল রানা, কেন্দ্রীয় কমিটির সদস্য ও গাজীপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, এস এম কাজল রানা,মাহনগর সভাপতি, হাবিবুল হক সিদ্দিকী , বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন গাজীপুর সদর উপজেলা সভাপতি, ইয়াছিন চৌধুরী, সাধারণ সম্পাদক, লোকমান হোসেন, শ্রীপুর উপজেলা সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর আলম শেখ, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন গাজীপুর ২৮ নং ওয়ার্ড সভাপতি, বাদল আহমেদ, সদর উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক রিপন খান, শ্রীপুর উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক, মো: আরিফুল ইসলাম, শিক্ষক নেতা, একাব্বর হোসেন, নুরুজ্জামান ।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন গাজীপুর মহানগর সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ,গাজীপুর জেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক শাহজাহান সিকদার, ১৭ নং ওয়ার্ড সভাপতি,আবুল হাসান, বাসন থানা সদস্য সচিব নাজির আহমেদ,আলোকিত আদর্শ বিদ্যালয়ের পরিচালক, সেলিনা আক্তার, শৈশব আদর্শ বিদ্যােিকতনের পরিচালক ফেরদৌসি বেগম, ৩১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শামীম আহমেদ, গাজীপুর সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক, আশরাফুল আলম, শিক্ষক নেতা, ওসমান গণি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *