শ্রীপুরে চেয়ারম্যান পদে এক নারীসহ ৮৯ ফরম সংগ্রহ

Slider বাংলার মুখোমুখি


রাতুল মন্ডল নিজস্ব প্রতিবেদক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামিলীগ শ্রীপুর উপজেলা শাখার পক্ষে বিনামূল্যে মনোনয়ন ফরম বিতরণ করেছে উপজেলা আওয়ামিলীগ।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামিলীগের বর্ধিত সভা শেষে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়।
এতে উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ নারীসহ ৮৯জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। উপজেলা আওয়ামিলীগের যুগ্ম আহবায়ক মো. হুমায়ুন কবির হিমুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. শামছুল আলম প্রধান, পৌর মেয়র মো. আনিছুর রহমান আনিছসহ ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। ফরম সংগ্রহ কালে গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম বলেন, ইনশাআল্লাহ আধুনিক ইউনিয়ন গঠনের লক্ষে নৌকা মনোনয়ন পাবো আশা করি।

বরমী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়ন সংগ্রহকারী নারী নেত্রী মৌসুমি সরকার বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা নারী নেতৃত্ব বাড়ানোর উপর জোর দিয়েছেন। এজন্য নৌকার মনোনয়ন সংগ্রহ করেছে। দল চাইলে বরমীবাসীর উন্নয়নের অংশীদার হবো।
কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. আজিজুল হক আজিজ বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার মনোনয়ন পাবো বলে আশাবাদী।

উপজেলা আওয়ামিলীগের যুগ্ম আহবায়ক মো. হুমায়ুন কবির হিমু বলেন, সকাল থেকে আটটি ইউনিয়নে ৮৯টি ফরম বিতরণ করা হয়েছে। তাঁর মধ্যে সবচেয়ে বেশি ফরম সংগ্রহ করেছে ১নং মাওনা ইউনিয়ন থেকে ১৬জন এবং বরমী ইউনিয়ন থেকে ১৬জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *