তাইওয়ানে ভবনে আগুন, ৪৬ জনের প্রাণহানি

Slider সারাবিশ্ব


তাইওয়ানে একটি ভবনে আগুন লাগার ঘটনায় অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে আহত হয়েছেন কমপক্ষে ৪১ জন। দেশটির দক্ষিণাঞ্চলের শহর কাওসুংয়ে এই আগুন লাগার ঘটনা ঘটেছে।

স্থানীয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর রাতের দিকে কাওসুং প্রদেশের ইয়ানচেং এলাকায় ৪০ বছরের পুরনো একটি ভবনে আগুন লাগে। স্থানীয় সময় রাত ৩টার দিকে দমকল বাহিনীকে খবর দেওয়া হয় বলে জানিয়েছেন কাওসুং এর দমকল বাহিনীর প্রধান লি চিং-হসিউ। পরে তারা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। হসিউ আরও বলেন, দমকলকর্মীরা এখনো ভবনের বিভিন্ন অংশে তল্লাশি চালাচ্ছে।

এদিকে, প্রদেশের মেয়র চেন চি-মাই জানান, ভবনটি আংশিকভাবে পরিত্যক্ত ছিল। এখানে আগে রেস্তোরাঁ, কারাওকে লাউঞ্জ এবং একটি সিনেমা হল ছিল। বর্তমানে সেখানে প্রায় ১২০টি পরিবার বসবাস করছিল বলেও জানিয়েছেন তিনি।

এই অগ্নিকাণ্ডের ঘটনা কেন ঘটছে তা এখনো স্পষ্ট নয়। দমকল বাহিনীর প্রধান বলছেন, কেউ ইচ্ছাকৃত এই কাজ করেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *