তৃতীয় ধাপে ইউপি ও পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা ভোট ২৮ নভেম্বর

Slider জাতীয়

ঢাকা: দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। সারাদেশে এক হাজার সাতটি ইউনিয়ন পরিষদে ও ১০টি পৌরসভায় ভোট হবে ২৮শে নভেম্বর।

নির্বাচন ভবনের সভাকক্ষে আজ বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের ৮৭তম বৈঠকে ভোটের তারিখ নির্ধারণ করা হয়। কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার তফসিল ঘোষণা করেন।

এতে বলা হয়, এসব ইউনিয়ন ও পৌরসভায় মনোনয়ন দাখিল হবে ২রা নভেম্বর, বাছাই ৪ঠা নভেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১১ই নভেম্বর এবং ভোট হবে ২৮শে নভেম্বর।

ইতোমধ্যে প্রথম ধাপে ৩৬৯ ইউপিতে ভোটগ্রহণ করেছে ইসি। দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপিতে ভোট হবে আগামী ১১ই নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *