দখলে ও দূষণে শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশের নদী

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি


দখলে আর দূষণে বাংলাদেশের নদনদী শেষ হয়ে যাচ্ছে। বাংলাদেশ একদিকে পরিণত হচ্ছে শুষ্ক ভূমিখণ্ডে, অন্যদিকে এসব মৃতপ্রায় নদনদীর পানি উপচে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার। এর ফলে জনমানুষের জীবনে ধেয়ে আসছে নানা ধরনের সংকট। এরই মধ্যে অতিরিক্ত পানির তোড়ে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ছে। তারা বাংলাদেশের কোনো নিরাপদ স্থানে যাযাবরের মতো ছুটে বেড়াচ্ছে। গত কয়েক বছরের ব্যবধানে আড়াই কোটি মানুষ নদীর স্ফীত জলরাশির কারণে বাস্তুচ্যুত হয়েছে। এ ছাড়াও তাদের জীবনে নেমে এসেছে অবর্ননীয় দুর্ভোগ।

বিশ্ব নদী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব তথ্য উঠে এসেছে। এতে বক্তারা বলেছেন, এখনই ব্যবস্থা না নেওয়া হলে বাংলাদেশ ক্রমেই মরুকরণের দিকে চলে যাবে। নদীমাতৃক দেশ হিসেবে বাংলাদেশের সেই সংস্কৃতি আর টিকে থাকতে পারবে না।

গতকাল সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ^ নদী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির। অধ্যক্ষ আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় আরও বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরা, জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আনিসুর রহিম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, অধ্যাপক ইদ্রিস আলী, সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল, স্বদেশ পরিচালক মাধবচন্দ্র দত্ত, বেসরকারি সংস্থা হেড-এর নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, সাবেক পৌর কাউন্সিলর ফারিদা আক্তার বিউটি এবং পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা সাজ্জাদ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *