গাজীপুর: জাতিসংঘ কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এসডিজি পুরস্কার দেয়ায় কাল শুক্রবার বিকেলে গাজীপুর মহানগরে একাধিক সমাবেশ আহবান করেছে গাজীপুর মহানগর আওয়ামীলীগ।
আজ গাজীপুর মহানগর আওয়ামীলীগ কার্যালয়ে এক সভায় গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মুজিবর রহমান এই তথ্য জানায়।কালকের সমাবেশে প্রধান অতিথি থাকবেন গাজীপুর সিটি মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
গাজীপুর মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাসুদ রানা এরশাদের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, সিনিয়র আওয়ামীলীগ নেতা এডভোটেক আব্দুল হাদী শামীম, দপ্তর সম্পাদক এডভোকেট মনির হোসেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের ২৮ নং ওয়ার্ড শাখার যুগ্ম আহবায়ক ইকবাল আহমেদ, সদস্য সচিব এডভোকেট মোঃ জাকির হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা রিপন খান প্রমূখ।
এদিকে গাজীপুর মহানগরের প্রায় সকল ওয়ার্ড আওয়ামীলীগ, অংঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও কালকে সমাবেশ করবে বলে জানা গেছে। তবে বড় ধরণের সমাবেশ হবে গাজীপুর মহানগর আওয়ামীলীগের দলীয় কার্যালয় ও বোর্ডবাজারের ইউটিসি চত্বরে।