মায়া

Slider সাহিত্য ও সাংস্কৃতি

মায়া
কলমেঃ উৎপলা বড়ুয়া
তারিখঃ২০-০৯-২০২১

একটা পাখি রোজএসে
বসে আমার বারান্দায়।
শুনিয়ে যায় কত কথা
তার আপন ভাষায়।

বুঝি না কিছুই তার
তাই,বিরক্তিতে করি যাহ্!
দুর ছাই!!
নাছোড়বান্দা বড়ই পাখিটা
রোজ তার আসা চাই চাই।
এভাবেই চলে কিছুদিন।
একটা সময় বুঝলাম,
এ ভাষা তো দূর্বোধ্য নয়!
শুরু হল দুজনের সখ্যতা
আর ক্রমেই বেড়ে চলে মায়া।
তারপরে রোজ অপেক্ষা…..
নিত্য দিন তার সাথে কথা।
একদিন হঠাৎ দেখি পাখিটা
আর এলনা কাছে আমার
অজানা শঙ্কায় কাঁপে বুক
শত ব্যস্ততায় অপেক্ষা…
এই বুঝি এল পাখিটা
কাটল না অপেক্ষার প্রহর
একটা সময় জানলাম
কোন এক শিকারীর তীর
বুকে তার ঝরিয়েছে রক্তের নহর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *