এখন আমি ছাড়া আদালতে জমা দেওয়ার মতো কিছু নেই

Slider টপ নিউজ


আলোচিত চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে হওয়া মাদক মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১০ই অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় পরবর্তী তারিখ ১০ই অক্টোবর নির্ধারণ করেছেন আদালত।

এর আগে সকাল পৌনে ১১টায় আদালতে হাজিরা দিতে যান পরীমনি। তার পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত। তিনি পরীমনির জব্দ করা গাড়ি ফেরতের আদেশ দেয়ার আবেদন জানান। তিনি বলেন, পরীমনির সাদা রঙের গাড়িটি জব্দ করা হয়েছে। গাড়ির ভেতর মালিকানাসংক্রান্ত কাগজপত্র ছিল। গাড়িটি নিয়ে যাওয়ায় কোনো কাগজপত্র পরীমনির কাছে নেই। পরীমনির আইপ্যাড, মোবাইল ফোনসহ অন্যান্য জিনিসপত্রও (আলামত) জব্দ করা হয়েছে।
এসব প্রয়োজনীয় জিনিসপত্র না থাকায় পরীমনি এখন নানান সমস্যায় পড়ছেন। বিশেষ করে গাড়ি না থাকায় তিনি নিরাপত্তা হুমকির মধ্যে আছেন।

এ পর্যায়ে পরীমনি বিচারকের উদ্দেশে বলেন, স্যার, আমার বাসা থেকে অনেক কিছুই নিয়ে যাওয়া হয়েছে। বাসার বিভিন্ন চাবিও নিয়ে যাওয়া হয়েছে। এখন আমি ছাড়া আদালতে জমা দেওয়ার মতো কোনো কাগজপত্র আমার কাছে নেই।

গত ৩১শে আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে পরীমনির জামিন মঞ্জুর করেন। গত ৪ঠা আগস্ট পরীমনিকে বনানীর বাসা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর পরীমনির বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের হয়। তিনদফা রিমান্ড ও ১৯ দিন কারাভোগের পর গত ১লা সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *