কাজে ফেরার দুই দিন পর অসুস্থতার কারণে কাজ বন্ধ করতে বাধ্য হলেন পরীমনি। অসুস্থতার কারণে শেষ পর্যন্ত হাসপাতালে যেতে হলো আলোচিত এই নায়িকাকে। আজ রোববার বিকেলে তিনি হাসপাতালে যান বলে নিজেই নিশ্চিত করেছেন পরীমনি। এর আগে কারাগার থেকে মুক্ত হওয়ার পর পরীমনির আইনজীবী সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, সুস্থতার জন্য তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
গতকাল রোববার বিকেলে ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন পরীমনি। ফেসবুকে ছবিগুলোর লোকেশন জানিয়েছেন ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নাম।
এর আগে পরীমনি জানিয়েছিলেন, কয়েক দিন ধরে ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন তিনি। জ্বরও আছে। উল্লেখ্য, পরীমনির ভার্টিগো আছে। অনেক দিন ধরেই রোগটি তাকে ভোগাচ্ছে। এই রোগের চিকিৎসার জন্য তাকে ভারতে গিয়েও চিকিৎসা নিতে হয়েছে।
এদিকে গত মঙ্গলবার ও বুধবার ‘মুখোশ’ চলচ্চিত্রের ডাবিংয়ে অংশ নেন পরীমনি। আগামী মাসে অর্ধসমাপ্ত চলচ্চিত্র ‘প্রীতিলতা’র শুটিংয়েও অংশ নেওয়ার কথা রয়েছে।