আফগান সীমান্তে পাকিস্তানি চেকপোস্টে হামলা, ২ সৈন্য নিহত

Slider সারাবিশ্ব
Pakistani Army, Pakistan-Afghanistan Border

ডেস্কঃ আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের পাকিস্তানি এক সামরিক চেকপোস্টে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালিয়েছে। রোববার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাজাওর জেলায় এই হামলার ঘটনায় ঘটে।

পাকিস্তানি সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়, হামলায় পোস্টে দায়িত্বরত দুই সৈন্য নিহত হন। অপরদিকে পাকিস্তানি সৈন্যদের পাল্টা হামলায় তিন বন্দুকধারী নিহত হয়েছে।

তবে পাকিস্তানি সীমান্ত চেকপোস্টের সাথে হামলায় কারা জড়িত, তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

এর আগে আফগানিস্তানের সশস্ত্র রাজনৈতিক দল তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর ঘোষণা দিয়েছিলো, তারা আফগান ভূমি ব্যবহার করে কাউকেই অন্যদেশে অস্থিতিশীলতা ও সন্ত্রাস সৃষ্টির অনুমতি দেবে না।

পাকিস্তানে তালেবানের সমর্থক গোষ্ঠী থেকে বিচ্যুত উগ্রবাদী তেহরিকে তালেবান পাকিস্তান (টিটিপি) বেশ কয়েক বছর ধরে পাকিস্তানে সশস্ত্র তৎপরতার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টি করে আসছে।

ইতোমধ্যেই তালেবান জানিয়েছে, তারা পাকিস্তানের বিরুদ্ধে টিটিপিকে আফগান ভূমি ব্যবহার করতে দেবে না।

সূত্র : দ্য নিউজ ইন্টারন্যাশনাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *